Sunday, November 23, 2014

কিছু ভৌগলিক উপনাম



সূর্য উদয়ের দেশজাপান


প্রাচ্যের গ্রেট ব্রিটেনজাপান


ভূমিকম্পের দেশজাপান


নিশিত সূর্যের দেশনরওয়ে


প্রাচীরের দেশচীন


মন্দিরের শহরবেনারস


মরুভূমির দেশআফ্রিকা


মার্বেলের দীপইতালি


মুক্তার দ্বীপবাহরাইন


মুক্তার দেশকিউবা


ম্যাপল পাতার দেশকানাডা


লিলি ফুলের দেশকানাডা


সম্মেলনের শহরজেনেভা


স্বর্ণ নগরীজোহান্সবার্গ।


পৃথিবীর ছাদপামির মালভূমি



অন্যান্য সকল পোস্টগুলো লিস্ট আকারে দেখতে, এখানে ক্লিক করুন 

If you like this post, please share & your comment is always valuable for us.

You can also visit our FACEBOOK GROUP

Copyright © share2care247.blogspot.com

বাংলাদেশের স্থলবন্দর সমূহ



বেনাপোলশারশা, যশোর। (দেশের বৃহত্তম স্থলবন্দর)


হিলিদিনাজপুর। (২য় বৃহত্তম)


বাংলা বান্ধাতেতুলিয়া


হাতিবান্ধালালমনিরহাট


বিরলদিনাজপুর


সোনা মসজিদচাঁপাইনবাবগঞ্জ


তামাবিলসিলেট


কসবাব্রাহ্মণবাড়িয়া


হালুয়াঘাটময়মনসিংহ


বিবিরবাজারকুমিল্লা


দর্শনাচুয়াডাঙ্গা


ভোমড়াসাতক্ষীরা


বিলোনিয়াফেনী


টেকনাফকক্সবাজার (মিয়ানমার এর সাথে একমাত্র স্থলবন্দর)



অন্যান্য সকল পোস্টগুলো লিস্ট আকারে দেখতে, এখানে ক্লিক করুন 

If you like this post, please share & your comment is always valuable for us.

You can also visit our FACEBOOK GROUP

Copyright © share2care247.blogspot.com

Saturday, November 22, 2014

কিং খান শাহরুখের সিনেমায় মজার সব ভুল



কিং খান শাহরুখ মানেই সুপার-ডুপার হিট সিনেমা। বেশির ভাগ সিনেমায় কিছু নির্মানত্রুটি থেকেই থাকে, থাকে অসঙ্গতিও। এটা খুবই স্বাভাবিক বিষয়। সাধারণত সিনেমা দেখার সময় এইসব ত্রুটি চোখে পড়ে না। যাই হোক, শাহরুখের সিনেমায় যে ভুলগুলো আপনার চোখ এড়িয়ে গেছে সেগুলো জেনে হয়তো কিছুটা অবাক হবেন। শাহরুখ ভক্তরাও জেনে নিতে পারেন প্রিয় অভিনেতার সিনেমায় হাস্যকর ভুলগুলো।

১। দিলওলে দুলহানিয়া লে জায়েঙ্গে:


খুবি জনপ্রিয় এই সিনেমায় শাহরুখ এবং কাজলের প্রথম সাক্ষাতের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। ট্রেনের কক্ষে উঠে হঠাৎ কাজলের ব্যাগ খুলে পড়ে যায় সব কিছু। কাজল সব কিছুই আবার তোলে নেয় ব্যাগে, আমরা তাই দেখি। কিন্তু শাহরুখ কোথা থেকে যেন আবিষ্কার করে কাজলের বক্ষবন্ধনী। সেটা কি শাহরুখের পকেটেই ছিলো! বিস্ময় ছিলো এক বিজ্ঞ দর্শকের।
আবার, শেষ দিকের দৃশ্যে ট্রেনে চড়ার সময় ক্যামেরার ভিউ পাল্টে যাওয়ার সাথে সাথে পাল্টে যায় ট্রেনের সিটে বসে থাকা যাত্রী।
২। বাজিগার:
3
এটিও শাহরুখের সেরা সিনেমার একটি। মনে আছে শাহরুখ যখন শিল্পাকে টেরেস থেকে ফেলে দেয় আর কাঁচ ভেঙ্গে শিল্পা পড়ে যায়? কিন্তু শাহরুখ যখন পালিয়ে যেতে থাকে তখন দেখা যায় সেই কাঁচ অক্ষত। ভাঙ্গা কাঁচ কি নিজে নিজে জোড়া লেগে গেলো?

৩। চালতে চালতে:
4
হুমমম, শাহরুখ-রানীর প্রেমের ছবি। রানি ফিরে গেলো স্পেনে তার বাবা-মা’র পছন্দের পাত্রকে বিয়ে করার জন্য। পেছন পেছন পরদিনই হাজির হলো শাহরুখও আচমকা। কিন্তু প্রশ্ন হলো কী করে একদিনেই শাহরুখ স্পেনের ভিসা পেতে পারলো? প্রশ্নটা আমার না, ভারতীয় একটি পত্রিকার; আমি শুধু উত্তর জানতে চেয়েছি।

৪। কাভি খুশি কাভি গাম:
5
এই ছবিতে বেশ কিছু মজার ভুল খুঁজে বের করেছে নিন্দুকেরা। যদিও ভুলগুলো শাহরুখের না। যেমন ধরুন, ১৯৯১ সালের প্রেক্ষাপটে অমিতাভ ব্যবহার করেছেন নোকিয়া ৯০০০। কিন্তু এই ডিভাইস বাজারে আসে ১৯৯৬ সালে। অমিতাভ ফ্ল্যাশব্যাকে ১৯৯১ সালে গেয়েছেন ‘আতি ক্যায়া খান্ডালা’ অথচ এই গানের সিনেমা ‘গুলাম’ মুক্তি পায় ১৯৯৯ সালে।

৫। চেন্নাই এক্সপ্রেস:
চেন্নাই এক্সপ্রেসেও ভুলটি ধরা পড়েছে ট্রেনের ক্ষেত্রে। টিকিট চেকারকে যখন ট্রেন থেকে ফেলে দেয়া হয় তখনকার ট্রেনের কামরা আর ফেলে দেয়ার পর শাহরুখ টিকিট চেকারের পতনের দৃশ্য দেখে তখনকার ট্রেনের কামরা কি আলাদা ছিলো? আর দা দিয়ে গাড়ির টায়ার কেটে গাড়ি উল্টে ফেলে দেয়ার বিষয়টা না হয় নাই বললাম!
6

রানী মুখার্জী ও নিষিদ্ধ



বলিউড তারকাদের কি আর স্ক্যান্ডালের অভাব আছে? নিশ্চয় না! সেই তারকা যদি আবার হন রানী মুখার্জী তা হলে তো কথাই নেই।রানীর ‘মারদানি’র জন্য বলিউড পাড়ায় এবার গুঞ্জনের ডালপালা ছড়ানো সংবাদটি হলো-যশ-রাজ ফিল্মসের সর্বশেষ সিনেমা মারদানি। রানী মুখার্জি অভিনীত এ সিনেমা তারাই দেখতে পারবেন, যাদের বয়স আঠারো বছর পার হয়েছে। এমনই নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সিনেমা বোর্ড।


সিনেমাটিতে রানী মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, একটি জটিল মামলার তদন্তভার হাতে নেওয়ার পর জীবনের অনেক কিছুই বদলে যায় তার। এমন চরিত্রে রানীকে এর আগে দেখা যায়নি।

চলচ্চিত্রটিতে বেশ কিছু রগরগে দৃশ্যে থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। এ ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে ধর্ষণের পর সম্পূর্ণ নগ্ন ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি মেয়ে। আর ছুরি দিয়ে নগ্ন মেয়েটির শরীরে নির্যাতন করছে ছবিটির খলনায়ক।

ব্যাপকভাবে সমালোচিত “রঙ রসিয়া”র যৌনতার ভিডিও ফাঁস (ভিডিওসহ)



রণদীপ হুডা ও নন্দনা সেনের ছবি ‘রং রসিয়া’ নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক ইত্যাদি কোন কিছুই কম হচ্ছে না। বোল্ড দৃশ্যের জন্য প্রথম দিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ছবি। আটকে গিয়েছে মুক্তি পাওয়া, এমনকি কোর্ট পর্যন্তও গড়িয়েছে বিষয়।
কিন্তু এরই মাঝে কোর্টের ঝামেলা আরও একটু বাড়াতেই যেন এই ছবির আনসেন্সরড একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। এখন এই ভিডিও ইচ্ছা করে মার্কেটে ছাড়া হয়েছে জনপ্রিয়তা বাড়াতে নাকি কেউ শত্রুতা করে ছেড়েছে সেটা বোঝা না গেলেও, ভিডিও যে ঝড় তুলেছে তাতে কোন সন্দেহ নেই। ভিডিওটিতে রংয়ের সঙ্গে খেলতে দেখা গিয়েছে নন্দনা ও রণদীপকে, আছে যৌনতায় ভরা এমন কিছু দৃশ্য যেগুলো বাদ না দিলে সিনেমা কখনোই মুক্তি পেত না ভারতে।
এই ছবিতে রণদীপ হুডা রাজা রবি বর্মার চরিত্রে অভিনয় করছেন। নন্দনা সেন দেবদাসী সুগন্ধার চরিত্রে অভিনয় করেছন। জানা গেছে এই দৃশ্যটি ‘কাহে সাতায়ে’ গানের অংশ। যদিও ছবি থেকে বাদ পড়েছিল এই দৃশ্যটি।
এই ছবি দীর্ঘদিন ধরেই খোলামেলা দৃশ্যের জন্য আলোড়ন তৈরি করছে বলিউডে। রণদীপ ও নন্দনাও স্বীকার করেছেন যে এই ছবির জন্য তারা অনেক পরিশ্রম করেছেন। এই ছবির ট্রেলারও সাহসী দৃশ্যে ভরপুর। ‘রং রসিয়া’ ছবিটি পরিচালনা করেছেন কেতন মেহতা। দীর্ঘ ছয় বছর পর ছবিটি মুক্তি পেতে চলেছে।