1) অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।তাহলে তো তার অনেক হৃদয়বান হওয়ারকথা তাইনা?
2) আপেল খেতে যতই স্বাদ লাগুক,জেনে নিওআপেলের ৮৪ ভাগই পানি।
3) এ মাত্র যিনি কলা খেলেন তারপ্রতি মশারআকর্ষণ বেশী ।
4) এক কাপ কফিতে ১০০-এরওবেশি রাসায়নিকপদার্থ আছে।
5) একঘণ্টা চুইংগামচাবালে শরীরে ৩০ক্যালরি তাপ ক্ষয়।
6) গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায়কিন্তুনিচে নামানো যায় না ।
7) চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতারদিতে পারে।
8) চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছুগিলতে পারে না।
9) জলের হাতি বা জলহস্তি পানিরনিচে ৩০মিনিট দমবন্ধ করে থাকতে পারে।
10) যখন চাঁদ সরাসরি মাথার উপর,তখনআপনারওজন সবচেয়ে কম।
11) ডলফিন একচোখ খোলা রেখে ঘুমায়।
12) তোমার মতোই শিম্পাঞ্জিরাওহ্যান্ডশেককরে ভাব বিনিময় করে!
13) তুমি কি জানো, একপাউন্ড বিশুদ্ধতুলা থেকে ৩৩ হাজার মাইললম্বা সুতা তৈরি সম্ভব!
14) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরেরচেয়ে বেশী।
15) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতারকাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
16) পৃথিবীতে যে পরিমানসোনা আছে তা দিয়ে সম্পূর্ণপৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমানউচ্চতা হবে।
17) পৃথিবীতে যত লিপস্টিক আছে, তারবেশিররভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
18) প্রজাপতির চোখের সংখ্যা ১২হাজার!
19) ফড়িংয়ের কানমলে দিতে চাইলে কিন্তুএকটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কানহাঁটুতে!
20) মাছেরও কাশি হয়।
21) মৌমাছির চোখ পাঁচটি।
22) মশার দাঁত ৪৭টি ।
23) শামুক পা দিয়ে নি:শ্বাস নেয় ।শামুকেরনাক চারটি ।
24) শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাসনিতে পারে কচ্ছপ।
25) হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফদিতে পারে না।
26) বয়স বাড়ার সাথে সাথে চোখের রহালকা হয়ে যায়।
27) গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২লাখ বারপলক ফেলে।
28)মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষহলো মস্তিস্কের কোষ।
29)হাতের নখ,পায়ের নখের চেয়ে চারগুনদ্রুতবাড়ে।
30)মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশপায়ে অবস্থিত!
31) প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬ জনসতেরোতে পা দেয়।
32)আপনি চোখ খুলে কখনোইহাঁচি দিতে পারবেন না। বিশ্বাসনা হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
33) ডলফিন একচোখ খোলা রেখে ঘুমায়।একটু
চেষ্টা করে দেখি আমরা পারি কিনা!!!:পি
34)গ্যালিলিও দূরবীন আবিষ্কার করারআগে মানুষ খালি চোখে আকাশে মাত্রপাঁচটি গ্রহ দেখতে পেতো!
35)আমরা তো গাছ থেকে সহজেই খাবারপাই।কিন্তু আমরা জানি কি একপাউন্ড খাবারতৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ডবৃষ্টিরপানি খরচ করতে হয়।
0 comments:
Post a Comment