প্রতিদিনকার ইন্টারনেট মার্কেটিং এর কাজের সময় থেকে কিছু সময় এই সিস্টেমটাতে ব্যয় করলে মোটামুটি ভালো মানের কিছু ট্রাফিক আপনি আপনার প্রোডাক্টে পেতে পারেন।
দেখে নিই কিভাবে কি করতে হয়ঃ
স্টেপ ১ :
প্রথমেই একটা নিশ সিলেক্ট করুন। ধরে নিই আপনার নিশ “Forex”। এখন এই নিশটাকে কি-ওয়ার্ড হিসেবে নিয়ে আপনাকে একটি নতুন টুইটার একাউন্ট বানাতে হবে। যেমনঃ আপনার নতুন টুইটার একাউন্টের নামঃ ForexTrader24
স্টেপ ২ :
প্রোফাইল্টা সুন্দর করে সাজান এবং সুন্দর একটা প্রো-পিক দিতে ভুলবেন না।
স্টেপ ৩ :
এবার হল কাজের পালা। প্রথমেই টুইটারের সার্চ ফিল্ডে গিয়ে আপনার নিশ রিলেটেড কি-ওয়ার্ড দিয়ে সার্চ করুন। আমরা যেহেতু “Forex” নিয়ে কাজ করছি, তাই আমাদের এই রিলেটেড কি-ওয়ার্ড ব্যবহার করতে হবে।
স্টেপ ৪ :
সার্চ করার পর যে রেজাল্ট গুলো আসবে, সেগুলোতে যান এক এক করে, বিশেষ করে ইন্ডিভিজুয়াল টুইট গুলোতে। আপনি তখন দেখবেন, অসংখ্য টুইট আপনার নিশ নিয়ে। আপনার কাজ হল জাস্ট ওই টুইট গুলোতে রিপ্লাই করা। রিপ্লাই করার সময়, ১৬০ অক্ষরের মধ্যে আপনার প্রোডাক্ট বা ল্যন্ডিং পেজ বা ব্লগ বা অফার বা ভিডিও রিলেটেড সুন্দর অর্থবোধক কিছু কথা লিখুন, আর সেন্ড করুন।
স্টেপ ৫ :
এইরকম করে করে আস্তে আস্তে, কিছু সময় পর পর রিপ্লাই করুন। আর একটু পরেই দেখবেন আপনার অফারে বা প্রোডাক্ট ল্যান্ডিং পেজে ভিজিটর। সংখ্যায় কম হলেও, যেই হিটস গুলো আপনার প্রোডাক্ট পাবে তা কিন্তু টারগেটেড।
সুতরাং এই মেথড অনুযায়ী কাজ করতে থাকুন, অন্য মেথড গুলোর পাশাপাশি। ইনশাল্লাহ, আস্তে আস্তে সাফল্য আসবেই
If you like this post, please share & your comment is always valuable for us.
Copyright © share2care247.blogspot.com
Copyright © share2care247.blogspot.com
0 comments:
Post a Comment