Thursday, November 20, 2014

সানি লিওনের ছোটবেলা


আদিম যুগ থেকেই শরীরের আবেদন মানুষের সমাজে। যত তার রাখঢাক তত তার প্রকাশ। সাম্প্রতিক সময়ে শরীরী আবেদনে কবিতা হয়ে ওঠা একটি শরীর সানি লিওন। এই পর্নো মডেল কেবল আমাদের এ ভূখণ্ডেই নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তার আবেদন।

কী ছিল এই মোহময়ী নারীর পেছনের জীবনে? আজ তার ফেলে আসা জীবনের দিকে হেঁটে যাব আমরা।

সানির ছোটবেলা কাটে কানাডার একটি শহরে। বাবা ছিলেন তিব্বতি, মা হিমাচল প্রদেশের। জার্মান একটি বেকারিতে কাজের মাধ্যমে শুরু হয় তার কর্মজীবন। ট্যাক্স ফার্মেও কাজ করেন কিছু দিন। এরপর ধীরে ধীরে জড়িয়ে পড়েন পর্নো জগতে।

ছোটবেলা বিষয়ে সানি তার টুইটারে জানান, সে সময় আমি অনেক বোকা বোকা ছিলাম। এখন আর তা নেই। বড় হয়ে গেছি যে। এখন আমি জীবনকে উপভোগ করতে শিখেছি। ‘জিসম ২’ ছবির মাধ্যমে তার বলিউডে পথচলা শুরু। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা ছবিতে সই করে যাচ্ছেন ৩৩ বছর বয়সী সানি লিওন।

নিমাতারা এখন তাকে নিয়ে ছবি বানানোর জন্য লাইন দিয়ে থাকেন। বলা দরকার, ভারতীয় বিনোদন মাধ্যমে তার যাত্রা শুরু ২০১১ সালে 'বিগ বস ৫' রিয়েলিটি শোয়ের মাধ্যমে।

0 comments:

Post a Comment