Tuesday, November 18, 2014

এফএইচএম ম্যাগাজিনের জন্য নগ্ন হলেন এশা!


বলিউডের আবেদনময়ী নায়িকাদের তালিকায় চোখ বন্ধ করেই যার নাম চলে আসে তিনি আর কেউ নন এশা গুপ্তা। ২০১২ সালে বলিউডে ‘জান্নাত টু’ সিনেমার মধ্য দিয়ে পরিপূর্ণ নায়িকা রূপে পা রাখেন। এরপর ‘রাজ থ্রি’, ‘হামশাকাল’, গোরি তেরি পেয়ার মে সিনেমায় পার্শ্ব অভিনেত্রীর ভুমিকায় পর্দায় হাজির হলেও ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত টু’ সিনেমায় লিপ লকের দৃশ্যে অভিনয় তাকে নিয়ে আসে লাইম লাইটে।২০১৩ সালে এই অভিনেত্রী ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট ডেবিউ নমিনেশনে নিজের স্থান করে নেন।

0 comments:

Post a Comment