খবরের শিরোনাম হবার জন্যে হেন কর্ম নেই যা করেননি, বলিউডের সেক্সসিম্বল খ্যাত পুনম পাণ্ডে। তারপরও বলিউডের বেরসিক পরিচালকরা তার মূল্য দিতে ব্যর্থ হয়েছেন। তাই এবার বলিউড নয়, বরং তেলেগু ছবিতে খোলামেলা হয়ে হাজির হতে যাচ্ছেন পুনম।
সম্প্রতি ‘মালিনী অ্যান্ড কোং’ নামে একটি তেলেগু ছবিতে প্রধান নায়িকা হিসেবে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন পুনম পাণ্ডে। ভিরু কে পরিচালিত এই ছবির মহরত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরনম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, তেলেগু ছবিতে নিজেকে ভিন্ন ভাবে মেলে ধরতে চান। এজন্য তেলেগও নারীদের মতো পোশাক পড়াও শিখছেন।
‘মালিনী অ্যান্ড কোং’ ছবিতে একটি আইটেম গানও থাকছে। যেখানে হলুদ রঙের শাড়ি পড়ে পুনম নাচবেন।
0 comments:
Post a Comment